এখনই সময় তিতির মুরগির খামার করার | Titir Murgi | Titir Pakh | S.V Hasan Agro Farm

এখনই সময় তিতির মুরগির খামার করার | Titir Murgi | Titir Pakh | S.V Hasan Agro Farm


আপনারা যারা তিতির মুরগির খামার করতে চাচ্ছেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে কখন তিতির মুরগির খামার করবেন এবং কখন তিতির মুরগির খামার করলে আপনি লাভবান হবেন এবং সফল হতে পারবেন। আসলে আপনাদের মধ্যে অনেকেই আছেন তিতির মুরগির খামার করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে কখন করবেন সেই সময়টা হয়তো আপনি সঠিকভাবে না জানার কারণে আপনি তিতির মুরগির খামার করতে চেয়েও করতে পারতেছেন না। আর তাই আপনাদেরকে আমি আজকে সম্পূর্ণ ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি কখন তিতির মুরগির খামার করবেন। আপনারা যারা তিতির মুরগির খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এখন যেই সময় এই সময়টা হচ্ছে তিতির মুরগির খামার করার জন্য পারফেক্ট সময় আপনি যদি এখন এই সময় মত তিতির মুরগির খামার করেন তাহলে লসের সম্মুখীন কম হবেন এবং লাভের সম্মুখীন বেশি হবে অর্থাৎ আপনি লাভবান হতে পারবেন। তিতির মুরগির খামার করার জন্য একদম পারফেক্ট সময় এই সময়টা তাই আমি বলব আপনারা যারা তিতির মুরগির খামার করতে চাচ্ছেন দেরি না করে দ্রুত খামার করে ফেলুন। এখন এই সময়ে গরম চলে আসছে অর্থাৎ এই সময়টা হচ্ছে গরমের সময় আপনারা যদি এখন তিতির মুরগির খামার করেন তাহলে কিন্তু একটা তিতির মুরগিও মারা যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না এবং কি একটা তিতির মুরগিও কোন রোগ বালাইয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে এখন এই সময়ের মধ্যে আপনারা সবাই তিতির মুরগির খামার করে ফেলুন এবং খুব দ্রুত করার চেষ্টা করুন। আর এখন যেহেতু গরমের সময় চলে আসছে তাই এখন আপনারা তিতির মুরগির বাচ্চা কিনে নিয়েও কিন্তু খামার করতে পারবেন কারণ যেহেতু এখন গরম চলে আসছে সে হতো তিতির মুরগির বাচ্চা কিনে নিয়ে গেলেও মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যতদিন যাবে এগুলো খাওয়া-দাওয়া করে আরো বড় হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন তিতির মুরগির খামার করতে চাচ্ছেন কিন্তু টাকা পয়সা না থাকার কারণে আপনারা বড় মুরগিগুলো কিনে নিতে পারতেছেন না সো সেজন্যই আপনাদের যাদের ছোট মুরগি অর্থাৎ তিতির মুরগির ছোট বাচ্চা গুলো কিনে নিয়ে খামার করার ইচ্ছা আছে আপনারা এখন এই সময়ে তিতির মুরগির ছোট বাচ্চা গুলো কিনে নিয়ে কিন্তু খামার করতে পারেন এতে কোন সমস্যা নেই। আর একান্তই যারা শুরু থেকেই বড় তিতির মুরগি কিনে নিয়ে খামার করতে চাচ্ছেন আপনারা কোন চিন্তা ভাবনা না করে এখন এই সময়ে বড় তিতির মুরগি কিনে নিয়ে খামার করতে পারেন কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন সরাসরি বড় তিতির মুরগি কিনে নিয়ে সরাসরি ডিম উৎপাদনে যেতে চাচ্ছেন তো তাদেরকে আমি বলব এখন হয়তো অনেক জায়গায় খোঁজ করলে বড় তিতির মুরগি পেতে পারেন যদি পান তাহলে আপনি সংগ্রহ করুন এবং বড় তিতির মুরগি কিনে নিয়ে আপনি খামার করুন এতে আপনি পুরা গরমের সময় ডিম পাবেন। সতর্কীকরণ আপনারা যেখান থেকেই তিতির মুরগি কিনেন না কেন এবং তিতির বাচ্চা কিনেন না কেন অবশ্যই আপনার চেষ্টা করবেন সবসময় ভালো মানের ভাল খাবার খাওয়ানোর জন্য। কারন আপনি যত ভালো মানের খাবার তিতির মুরগিকে দিতে পারবেন তত ভিটামিন পাবে এবং আপনার মুরগিগুলো তত ভালো থাকবে সুস্থ থাকবে আপনি লাভবান হতে পারবেন।



Post a Comment

নবীনতর পূর্বতন