তিতির মোরগ মুরগি চেনার উপায় | Titir Murgi | Titir Pakhi | S.V Hasan Agro Farm
তিতির পাখির খামার করার আগে ভালো করে জেনে এবং বুঝে শুনে খামার করুন।
আপনারা যারা তিতির মুরগি কিনে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ তিতির মুরগির খামার করতে চাচ্ছেন কিন্তু প্রথমে আপনি তিতির পাখি কেনার সময় দেখে বুঝতে পারেন না যে কোনটা মোরগ এবং কোনটি মুরগি তাই হয়তো অনেকেই প্রথমবার তিতির মুরগি কিনতে যে ঠকে যান। অর্থাৎ আপনি যার কাছ থেকে তিতির পাখি কিনে আনতেছেন সে হয়তো আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে বেশিরভাগ মোরগ দিয়ে দিয়েছে এবং মুরগি কম দিয়েছে যার কারণে আপনি কিন্তু প্রথমেই লস এর সম্মুখীন হচ্ছেন। তাই বিশেষ করে যারা নতুন করে তিতির মুরগির অর্থাৎ তিতির পাখির খামার করতে চাচ্ছেন আপনাদের জন্য আমার এই আর্টিকেল টি তে আমি তুলে ধরার চেষ্টা করেছি তিতির মুরগি এবং মোরগ চেনার পাচটি উপায় তাই আপনারা সবাই ভাল করে আগে পড়বেন তারপরে বুঝেশুনে ব্যবসা করবেন।
তিতির মোরগ মুরগি চেনার উপায়?
তিতির মুরগি অথবা তিতির পাখির ৫ টি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটি মোরগ এবং কোনটি মুরগি। অর্থাৎ তিতির মোরগ মুরগি চেনার ৫ টি লক্ষণ চলুন দেখে আসি কি কি এই পাঁচটি লক্ষণ দেখলে আপনার বুঝতে পারবেন যে কোনটি মোরগ এবং কোনটি মুরগি।
তিতির মোরগ মুরগি চেনার ১ নম্বর লক্ষণ হচ্ছে।
যেই তিতির পাখিটার মাথার মনি অর্থাৎ আমরা অনেকেই বলে থাকি মাথার মুকুট যদি দেখেন কোন তিথির পাখির মাথার মনে অথবা মাতার মুকুট বড় অনেক অর্থাৎ অনেক খাড়া হয়ে আছে সেটাই ধরে নিবেন মোরগ। আর যেই তিতির পাখিটার মাথার মনি দেখবেন ছোট এবং একটু নিচের দিকে আছে ওইটা ধরে নেবেন মুরগি।
তিতির মোরগ মুরগি চেনার ২ নাম্বার লক্ষণ হচ্ছে।
যেই তিতির পাখিটার ২ পাশের কান দেখবেন ঝুলে আছে অর্থাৎ দেখবেন যে তিতির পাখিটার ২ পাশের কান অনেক বেশি ঝুলে আছে ধরে নিবেন ওইটাই মোরগ। আর যেই তিতির পাখিটার ২ পাশের কান দেখবেন বেশি ঝুলে নাই অর্থাৎ ছোট দেখবেন দুই পাশের কান অনেক ছোট তাহলেই ধরে নিবেন ওইটাই মুরগি।
তিতির মোরগ মুরগি চেনার ৩ নাম্বার লক্ষণ হচ্ছে।
দেখবেন যেই তিতির পাখিটা একসাথে অনেকক্ষণ সময় ধরে ডাকতাছে অর্থাৎ কোন থামতেছে না একটানা ডেকে যাচ্ছে ধরে নিবেন ওইটাই মোরগ। আর যেই তিথির পাখিটা দেখবেন থেমে থেমে ডাকতেছে অর্থাৎ একসাথে একটানা অনেকক্ষণ ডাকতেছে না দেখবেন থেমে থেমে ডাকতেছে তাহলেই ধরে নিবেন যে ওইটাই মুরগি।
তিতির মোরগ মুরগি চেনার ৪ নাম্বার লক্ষণ হচ্ছে।
দেখবেন একই বয়সের যেই তিতির পাখিগুলো তুলনামূলক আকারে অনেক বেশি লম্বা অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই তিতির পাখিগুলো অনেক লম্বা সেগুলোই ধরে নিবেন মোরগ। আর যেই তিতির পাখিগুলো দেখবেন দেখতে আকারে বেশি বড় না একটু ছোট অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই তিতির পাখিগুলো একটু ছোট তাহলেই ধরে নিবেন যে এটাই মুরগি।
তিতির মোরগ মুরগি চেনার ৫ নাম্বার লক্ষণ হচ্ছে।
একই বয়সের ২ টা তিতির পাখি আপনি এক জায়গায় রাখবেন এরপরে প্রথমে যেকোনো একটা তিতির পাখি আপনি হাতে নিবেন অর্থাৎ আপনার হাত দিয়ে আপনি ধরবেন ধরার পর আপনার কানের কাছে নিয়ে একটু ঝাকি দিবেন তাহলে দেখবেন ওরা একটু কোন কোন সুরে ডাকবে। যেই তিতির পাখিটা একটু জোরে ডাকবে ভেবে নিবেন ওইটাই মোরগ। আর যেই তিতির পাখিটা কোন কোন সুরে ডাকবে কিন্তু একটু আস্তে ডাকবে ভেবে নিবেন ঐটাই মুরগি।
তিতির মোরগ মুরগি চেনার পাঁচটি লক্ষণ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনারা আমার এই আর্টিকেল টি যদি ভালো করে পড়েন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং মোরগ মুরগি চিনতে পারবেন এরপরেও যদি আপনারা চিনতে না পারেন অর্থাৎ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে নিচে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে আসতে পারেন।
▶️ না বুঝলে ভিডিও দেখুন 👇👇
📱 এই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করুন 👇👇👇
একটি মন্তব্য পোস্ট করুন